ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

না. গঞ্জে ১২, কাশিমপুরে ৫ ফাঁসির আসামি কনডেম সেলে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
না. গঞ্জে ১২, কাশিমপুরে ৫ ফাঁসির আসামি কনডেম সেলে ৭ খুনের দায়ে প্রধান আসামি নূর হোসেনসহ ২৬ জনের ফাঁসি- ছবি: জিএম মুজিবুর

গাজীপুর ও নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের মামলার রায় ঘোষণার পর জেলা কারাগারে দণ্ডপ্রাপ্ত ১৮ আসামিকে রাখা হয়েছে। ৫ জনকে রাখা হয়েছে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে।

৩৫ আসামির সবাই দণ্ড পেয়েছেন, যাদের ২৬ জনকেই সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড ও বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তদের ২৩ জন গ্রেফতার আছেন, বাকি ১২ জন পলাতক।

নারায়ণগঞ্জ কারাগারে ১২ জন ও কাশিমপুর করাগারে ৫ জন ফাঁসির দণ্ডপ্রাপ্তের ঠাঁই হয়েছে কনডেম সেলে।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে রায় ঘোষণা করেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত।

গ্রেফতার হয়ে কারাগারে থাকা ২৩ আসামিকে রায় শোনাতে আদালতে আনা হয় এবং দুপুরে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার আসাদুর রহমান জানান, দুপুরে নারায়ণগঞ্জ কারাগারে ১৮ দণ্ডপ্রাপ্তকে আনা হয়েছে। তাদের মধ্যে ১২ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ৬ জন বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত। ১২ জনকে ফাঁসির আসামি রাখার স্থান কনডেম সেলে রাখা হয়েছে।

নারায়ণগঞ্জ কারাগারের কনডেম সেলে রাখা হয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৠাবের বরখাস্তকৃত হাবিলদার এমদাদুল হক, আরওজি-১ আরিফ হোসেন, ল্যান্সনায়েক হীরা মিয়া, সিপাহী আবু তৈয়্যব, কনস্টেবল মো. শিহাব উদ্দিন, এসআই পূর্নেন্দু বালা ও সিপাহী  আসাদুজ্জামান নূর এবং নূর হোসেনের সহযোগী মোর্তুজা জামান চার্চিল, আলী মোহাম্মদ, মিজানুর রহমান দিপু, রহম আলী ও আবুল বাশার।

বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ৠাবের বরখাস্তকৃত করপোরাল রুহুল আমিন (১০ বছর), এএসআই বজলুর রহমান (৭ বছর), হাবিলদার নাসির উদ্দিন (৭ বছর), এএসআই আবুল কালাম আজাদ (১০ বছর), সৈনিক নুরুজ্জামান (১০ বছর) ও কনস্টেবল বাবুল হাছান (১০)।

বিকেল সাড়ে ৫টার দিকে প্রিজনভ্যানে করে গাজীপুরের কাশিমপুর কারাগার ১ ও ২ এর কনডেম সেলে নেওয়া হয়েছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৫ আসামিকে। সকালে ওই ৫ জনকে কারাগার দু’টি থেকে নারায়ণগঞ্জের আদালতে নেওয়া হয়।

কাশিমপুর কারাগার-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা জানান, নারায়ণগঞ্জে আদালতে রায় শেষে বিকেল সাড়ে ৫টার দিকে র‌্যাবের ক্যাম্প কমান্ডার বরখাস্তকৃত মেজর আরিফ হোসেন ও ক্যাম্প কমান্ডার বরখাস্তকৃত লে. কমান্ডার মাসুদ রানাকে এ কারাগারে পাঠানো হয়। পরে তাদের ফাঁসির কনডেম সেলে নিয়ে রাখা হয়েছে।

কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, ফাঁসির দণ্ডপ্রাপ্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক কাউন্সিলর নূর হোসেন, র‌্যাবের সাবেক অধিনায়ক বরখাস্তকৃত লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ ও ল্যান্সনায়েক বেলাল হোসেনকে এ কারাগারের কনডেম সেলে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।