শুক্রবার (২৭ জানুয়ারি ) রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ৫৪নম্বর প্যাভিলিয়নের (থাই গ্যালারি) সামনে এমন দৃশ্য চোখে পড়ে।
এই ৩০ টাকার গল্প আর কিছু নয়, মেলায় বিভিন্নভাবে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।
দেখলেই নিতে হবে বলে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে তারা বলছেন, ‘জিরার দামে হিরা, জলের দামে ফলের রস, মাছের দামে পুকুর আর রুপার দামে স্বর্ণ নিয়ে যান। ’
ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যস্ত শামীম বাংলানিউজকে বলেন, ‘৩০ টাকায় আমাদের এখানে মেয়েদের চুলের কাটা, রাবার ব্যান্ড, বোরখার ক্লিপ বিক্রি করছি। ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছি। ’
আর তাদের এমন কথা শুনে দর্শনার্থীরা কেউ হাসছেন, আবার অনেকে একবার ঘুরে যাচ্ছেন দোকানটি। অনেকে আবার সেখান থেকে কেনাকাটাও করছেন।
কথা হয় খিলগাঁও এলাকা থেকে মেলায় আসা গৃহিনী সুলতানা আক্তারের সঙ্গে। তিনি বাংলানিউজকে বলেন, এখান থেকে ৩০০ টাকার জিনিস কিনলাম।
বাইরের চেয়ে দাম কম কিনা জানতে চাইলে তিনি বলেন, দাম প্রায় একই মনে হচ্ছে। বাসায় ছোটরা আছে তাই এখান থেকে কিনলাম।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এমএইচকে/আরআর/পিসি