বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। ১০ ফেব্রুয়ারি রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই।
২০১৪ সালের ৬ জুন অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১০৯তম সভায় নতুন উপজেলা হিসেবে গুইমারাকে অনুমোদন দেওয়া হয়। এখন গুইমারা খাগড়াছড়ির নবম উপজেলা।
এতদিন মাটিরাঙ্গা উপজেলার আওতায় গুইমারা ইউনিয়ন, রামগড় উপজেলার আওতায় হাফছড়ি ইউনিয়ন এবং মহালছড়ি উপজেলার আওতায় সিন্দুকছড়ি ইউনিয়ন ছিল। এখন এ তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত হয় নতুন গুইমারা উপজেলা। এ উপজেলার আয়তন ১১৫ বর্গ কিলোমিটার। যেখানে ৪৪ হাজার ২০২ জন লোকের বসবাস।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
আরবি/আরএ