কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরবেষ্টিত উপজেলা অষ্টগ্রামে মেঘনা নদীর ওপর এক হাজার মিটার দীর্ঘ সেতুর নির্মাণ কাজ পুরোদমে চলছে। এ সেতুর কাজ শেষ হলে এক সময়ের বিচ্ছিন্ন জনপদ হাওরে সারা বছর চার চাকার গাড়ি চলবে, গাড়িতেই যাতায়াত করা যাবে শহরে।
কিশোরগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন কিশোরগঞ্জের হাওরবেষ্টিত তিন উপজেলা। এসব উপজেলার মানুষকে শহরে যাতায়াত করতে হয় হেঁটে বা নৌকায় করে। গত কয়েক বছরে সাবমার্সেবল সড়কের পাশাপাশি ২০২০ সালে অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন এ তিন উপজেলায় যাতায়াতের জন্য ৮৭৪ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩০ কিলোমিটার অলওয়েদার সড়ক নির্মাণ করা হয়। কিন্তু এরপরও বর্ষা মৌসুমে হাওরবাসীর শহরে যাতায়াতের একমাত্র মাধ্যম পানি পথ। হাওরের সঙ্গে সারা দেশের সড়ক নেটওয়ার্ক সংযুক্ত করতে ২০২৩ সালের মে মাসে হাওরের অষ্টগ্রাম উপজেলার মেঘনা নদীর ওপর ১৭৭ কোটি ব্যয়ে এক হাজার মিটার সেতুর কাজের উদ্বোধন হয়। এখন পর্যন্ত এ সেতুর ২৮টি পিলারের মধ্যে ১৬টি পিলার নির্মাণ হয়েছে। এছাড়া চারটি গার্ডার ও একটি ছাদের কাজ শেষ হয়েছে। চলতি বছরের অক্টোবর মাসে এ সেতুর কাজ শেষ হবার কথা রয়েছে।
এদিকে সেতু নির্মাণের জন্য জমি অধিগ্রহণ জটিলতার কারণে বার বার স্থানীয় লোকজন কাজে বাধা দিচ্ছেন। এজন্য সেতু নির্মাণ কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানা যায়।
সেতুটির নির্মাণের কাজ বাস্তবায়ন করছে তমা কনস্ট্রাকশন। এ প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা সিনিয়র জরিপ প্রকৌশলী মো. বুলবুল জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার চাতলপাড় অংশে এবং কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার নোয়াগাঁও অংশে জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা রয়েছে। জমি অধিগ্রহণের জটিলতার কারণে স্থানীয় লোকজন বিভিন্ন সময়ে কাজে বাধা দিচ্ছেন। তাই সেতুর কাজ বার বার বাধাগ্রস্ত হচ্ছে।
এ প্রসঙ্গে কিশোরগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম জানান, প্রকল্পের পরামর্শকরা ও এলজিইডি অফিসের কর্মীরা নিয়মিত কাজ তদারকি করছেন। এ সেতুর ৩৮ ভাগ কাজ শেষ হয়েছে। নির্ধারিত সময়ে সেতুর কাজ শেষ হবে।
তিনি আরও জানান, কিশোরগঞ্জ জেলার অংশ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার অংশে জমি অধিগ্রহণ চলছে।
সেতুর কাজ শেষ হলে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের নোয়াগাঁও থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড়ের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপন হবে। এর ফলে হাওরবাসী সারা বছর দেশজুড়ে সড়কপথে যাতায়াত করতে পারবেন। পাশাপাশি যাতায়াতের সময় অনেক কমে আসবে।
বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
এসআই