রোববার (০৫ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ৠাডিসনে ই-নাইন ফোরামের মন্ত্রী পর্যায়ের একদশতম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি।
ইরিনা বোকোভা বলেন, উন্নয়নে সফলতার গল্প রয়েছে বাংলাদেশের।
বাংলাদেশকে উদীয়মান হিসেবে মন্তব্য করে ইউনেস্কোর মহাপরিচালক বলেন, এ উন্নয়নের কারণ বাংলাদেশ তার জনগণের জন্য বিনিয়োগ করছে।
পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রত্যেকটি ই-নাইন দেশের উন্নয়নের গল্প রয়েছে।
মানসম্মত শিক্ষা ও কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন ইরিনা বোকোভা।
সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সব সরকার ও সমাজের সমন্বিত কার্যক্রমের তাগিদ দেন তিনি।
ই-নাইন প্রতিষ্ঠার পর এই ৯টি দেশ যে অবস্থানে ছিলো তার চেয়ে বর্তমানে অনেক এগিয়েছে বলে জানান ইরিনা বোকোভা।
প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন ও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ই-নাইন এর সদ্যবিদায়ী সভাপতি পাকিস্তানের শিক্ষা এবং পেশাগত প্রশিক্ষণ বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মুহাম্মদ বালিঘ-উর-রহমান।
সভাপতিত্ব করেন ই-নাইন নতুন সভাপতি ও বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।
** ই-নাইন ফোরামের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন শিক্ষামন্ত্রী
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এমইউএম/এসএনএস