নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলায় শফিক ও বাবুল মিয়া হত্যার দুই মামলায় মোট ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে।
রোববার (১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।
নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে দুই হত্যা মামলায় পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য গাজীর রিমান্ড আবেদন করলে দুই মামলায় ৩ দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে গত ২৫ আগস্ট রাতে ঢাকার শান্তিনগর এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় গাজীকে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংগঠিত হওয়া বেশ কয়েকটি হত্যা মামলার আসামি গোলাম দস্তগীর গাজী।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৪
এমআরপি/এমজে