মেলার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে স্টলে স্টলে ভিড় করছেন বইপ্রেমীরা। অনেকেই বই কিনছেন।
বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন মহসিন হাবিব। সাপ্তাহিক ছুটির দিনে মেয়ে মাহারাকে নিয়ে এসেছেন মেলায়। তিনি বাংলানিউজকে বলেন, এবার মেলাটা বেশ গোছালো লাগছে। নিজের ও মেয়ের জন্য এখন পর্যন্ত ১৫টির মতো বই কিনেছি।
পাঁচ বন্ধু আশরাফুল, তুহিন, রিয়াজুল, সৌরভ ও তুষার গ্রন্থমেলায় এসেছেন। তারা বলেন, আজ ছুটির দিন, তাই মেলায় এসেছি। সবাই কমবেশি বই কিনেছি।
নিপা মালাকার ছেলে অনিরুদ্ধকে নিয়ে পুরান ঢাকা থেকে মেলায় এসেছেন। তিনি বাংলানিউজকে বলেন, স্কুল বন্ধের দিনে ছেলেকে নিয়ে মেলায় এসেছি। ওর জন্য সিসিমপুরের কয়েকটি বই কিনেছি। মেলায় যে ভিড়! তাই এখন বাসায় ফিরে যাচ্ছি।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এমএইচকে/আরআর/এএ