ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ পরিদর্শনে জয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ পরিদর্শনে জয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ পরিদর্শনে জয়/ছবি:সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ পরিদর্শন করেছেন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সচিবালয়ে বিভাগ পরিদর্শন এবং বিভাগের সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি ও পর্যালোচনা শীর্ষক এক সভায় অংশ নেন।
 
বিভাগের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এ সময় টেলিযোগাযোগ বিভাগের সব প্রতিষ্ঠানের কাজের অগ্রগতির খোঁজ খবর নেন এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন।


 
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, বিভাগের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী এবং কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
 
ফয়জুর রহমান চৌধুরী বাংলানিউজকে জানান, স্পেসিফিক কোনো বিষয়ে নয়, এটা ছিল অ্যাজ ইউজ্যুয়াল মিটিং।   
 
বৈঠকের পর ফেসবুকে এ সংক্রান্ত ছবি পোস্ট করেছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। লিখেছেন, তিনি এক গুরুত্বপূর্ণ সভায় অংশ নেন।
 
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।