বৃহস্পতিবার (২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে খেলার মধ্যাহ্ন বিরতির সময় স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী।
প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের এ টুর্নামেন্টের ফাইনাল খেলছে রাজশাহীর চারঘাটার বড়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লালমনিরহাট পাটগ্রামের তেপুরগাড়ী বি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মধ্যাহ্ন বিরতি পর্যন্ত খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় তেপুরগাড়ী বি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়। দ্বিতীয়ার্ধের খেলায় আর কোনো গোল না হওয়ায় জিতে যায় তেপুরগাড়ীর মেয়েরা।
খেলা শুরুর আগে স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে যায় স্কুল শিক্ষার্থী ও তাদের অভিভাবকের পদচারণায়। টান টান উত্তেজনার খেলা উপভোগ করতে থাকেন তারা। প্রধানমন্ত্রী স্টেডিয়ামে পৌঁছালে গ্যালারির দর্শকরা তাকে স্বাগত জানান।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী।
স্টেডিয়ামে অন্যদের মধ্যে উপস্থিত রয়েছেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।
এর আগে, দুপুরে এই স্টেডিয়ামেই বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের টুর্নামেন্টের ফাইনাল খেলে কক্সবাজারের পেকুয়ার টৈটং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিলেটের জৈন্তাপুরের কামরাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ খেলায় টাইব্রেকারে ৫-৪ গোলে জয় লাভ করে টৈটং সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এমইউএম/এইচএ/