ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সব গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার: আইন উপদেষ্টা 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
সব গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার: আইন উপদেষ্টা  মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ১৫ বছরে করা সব গায়েবি মামলা আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।  

মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান।

আইন উপদেষ্ট বলেন, ইতোমধ্যে ২৫ জেলায় দুই হাজার ৫০০ গায়েবি মামলা চিহ্নিত করা হয়েছে। বাকি জেলাগুলো থেকে গায়েবি মামলা চিহ্নিত করে প্রত্যাহার করা হবে।  

রাজনৈতিক বড় কর্মসূচি ও নির্বাচনকে সামনে রেখে পুলিশ বাদী হয়ে করা মামলা, অস্ত্র আইনের মামলা, পুলিশের কাজে বাধা দেওয়ার মামলা ও সন্ত্রাস দমন আইনের মামলাগুলোকেই গায়েবি মামলা হিসেবে চিহ্নিত করা হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা।  

৫ আগস্টের পর অনেক গায়েবি মামলা করা হয়েছে, এসব মামলা প্রত্যাহার করা হবে কি না, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্টের আগে গায়েবি মামলা করেছে পুলিশ। আর ৫ আগস্টের পরের মামলা গুলো করেছে জনগণ। এসব মামলায় আসামি গ্রেপ্তার করার আগে পরীক্ষা-নিরীক্ষা করার পর দোষী হলে গ্রেপ্তার করা নির্দেশ দেওয়া হয়েছে।  

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে দায়ের করা মামলা দ্রুত শেষ করা হবে। এ জন্য দ্বিতীয় ট্রাইবুনাল গঠন করার কথাও জানান তিনি। আসিফ নজরুল বলেন, জুলাই গণহত্যাকারীদের বিচারে কোনো শৈথিল্য দেখানো হবে না।

শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে জোর দেওয়া হচ্ছে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে দ্বিপাক্ষিক চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে চিঠি দেওয়া হয়েছে। যদি ভারত হাসিনাকে ফেরত না দেয়, প্রয়োজনে আমরা আন্তর্জাতিক মহলের সঙ্গে কথা বলবো, তাদের সহযোগিতা চাইবো।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
জেডএ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।