রোববার (৫ মার্চ) সকাল থেকে ঢাকার আকাশে সূর্য আর মেঘের লুকোচুরি দেখা যাচ্ছে। ঘোলাটে মেঘের আড়ালে কখনও সূর্য ঢাকা পড়ছে।
অবশ্য মেঘ-সূর্যের লুকোচুরিতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টিরও খবর পাওয়া গেছে।
আবহাওয়া অধিদফতর বাংলানিউজকে জানিয়েছে, বসন্তে মৌসুমী বায়ুর প্রভাবে রোববার ঢাকা, রাজশাহী ও রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হয়েছে। রোববার ও সোমবার এ রকম হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এতে আশঙ্কার কিছু নেই।
আবহাওয়াবিদ বজলুর রশীদ বাংলানিউজকে বলেন, রোববার ঢাকার বিভিন্ন এলাকায় এক মিলিমিটির বৃষ্টি হয়েছে। আজ এবং কাল একই পরিস্থিতি থাকার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
টিআই