ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

জাকার্তা পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মহিউদ্দিন মাহমুদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
জাকার্তা পৌঁছেছেন প্রধানমন্ত্রী জাকার্তা বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার মন্ত্রী ইউহানা সুসানা ইয়েমবিজসহ শীর্ষ কর্মকর্তারা। ছবি: পিআইডি

জাকার্তা থেকে: ভারত মহাসাগরীয় অঞ্চলের জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) শীর্ষ সম্মেলনে অংশ নিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৬ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ১টা ৫০ মিনিটে (জাকার্তা সময় ২টা ৫০ মিনিটে) প্রধানমন্ত্রীকে বহনকারী ভিভিআইপি ফ্লাইট ‘আকাশপ্রদীপ’ (বোয়িং ৭৭৭, ফ্লাইট নং বিজি-১০৮৬) জাকার্তা হালিম পারদানা কুসুমা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

ইন্দোনেশিয়ার নারীর ক্ষমতায়ন ও শিশু সুরক্ষা বিষয়ক মন্ত্রী ইউহানা সুসানা ইয়েমবিজ, আগেই জাকার্তা পৌঁছে যাওয়া বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও পররাষ্ট্রসচিব শহীদুল হক এবং জাকার্তায় বাংলাদেশের হাইকমিশনার মেজর জেনারেল আজমল কবির বিমানবন্দরে স্বাগত জানান শেখ হাসিনাকে।

 

পরে বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে তার সফরকালীন আবাসস্থল হোটেল সাংগ্রি-লাতে নিয়ে যাওয়া হয়।

এর আগে, ঢাকা সময় সকাল ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ‘আকাশপ্রদীপ’ ফ্লাইটে জাকার্তার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা তাকে বিদায় জানান

জাকার্তা পৌঁছানোর পর সোমবারই স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রধানমন্ত্রী জাকার্তা কনভেনশন সেন্টারে যাবেন। সেখানে সম্মেলনে আসা অন্যান্য রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন তিনি।

সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার (৭ মার্চ) সকালেও শেখ হাসিনা যাবেন জাকার্তা কনভেনশন সেন্টারে। সেখানে বিশ্বনেতাদের সঙ্গে ফ্যামেলি ফটো সেশনে অংশ নেবেন তিনি।

এরপর সকাল ১০টায় প্রধানমন্ত্রী জার্কাতা কনভেনশন সেন্টারে ‘অ্যাডপসন অব দ্য এজেন্ডা অ্যান্ড প্রোগ্রাম অব ওয়ার্ক’ বিষয়ক ওপেনিং অধিবেশনে যোগ দেবেন।

তারপর সম্মেলনের প্রতিবেদনগুলোর সারসংক্ষেপ অধিবেশন ‘এডপশন অ্যান্ড সাইনিং অব আউটকাম ডকুমেন্ট অব সামিটে’ যোগ দেবেন প্রধানমন্ত্রী। জাকার্তা বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার মন্ত্রী ইউহানা সুসানা ইয়েমবিজসহ শীর্ষ কর্মকর্তারা।  ছবি: পিআইডি‘স্ট্রেংদেনিং মেরিটাইম কো-অপারেশন ফর এ পিসফুল, স্টেবল অ্যান্ড প্রোপারাস ইন্ডিয়ান ওশান রিম’ শীর্ষক এক সাধারণ ডিবেট অধিবেশনেও যোগ দেবেন শেখ হাসিনা।

দুপুরে প্রতিনিধিদলের প্রধানদের সঙ্গে মধ্যাহ্নভোজ শেষে সম্মেলনের সমাপনী অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

সফরকালে সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে।

সফর শেষে বুধবার (৮ মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১০৮৭ ভিভিআইপি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে জাকার্তা ছাড়বেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইটটি বাংলাদেশ সময় দুপুর ২টা ৪০ মিনিটে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

উন্নত, শান্তিপূর্ণ ও স্থিতিশীল ভারত মহাসাগরের জন্য মেরিটাইম-বিষয়ক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ৫ থেকে ৭ মার্চ জাকার্তায় এবারের ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

এবারের সম্মেলনে সমুদ্র নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ, টেকসই মৎস্য বিজ্ঞান, দুর্যোগ ঝুঁকি মোকাবেলা, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা, মৎস্য প্রযুক্তি, ভ্রমণ ও কালচার বিষয়গুলো ‍গুরুত্ব পাবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ভারত মহাসাগীয় অঞ্চলের এই জোটের সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার বিষয়টিও আলোচনায় উঠে আসতে পারে।

প্রথমবারের মতো ইন্দোনেশিয়া আইওআরএ’র শীর্ষ সম্মেলন আয়োজন করছে। ইন্দোনেশিয়া ছাড়াও বাংলাদেশ, ভারত, ইরান, কেনিয়া, মাদাগাস্কার, মালয়েশিয়া, মরিশাস, মোজাম্বিক, ওমান, সিসিলিস, সিঙ্গাপুর, শ্রীলংকা, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, তাঞ্জানিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেনের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন।

বাংলাদেশ সময় ১৫১০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
এমইউএম/এইচএ/এমএমকে

আরও পড়ুন
** জাকার্তার পথে প্রধানমন্ত্রী
** সোমবার জাকার্তা যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।