কুষ্টিয়া: কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) অফিসের সীমানা প্রাচীরের বাইরে থেকে অফিস প্রাঙ্গণের দিকে এলোপাতাড়ি গুলি ছুড়েছে মুখোশধারী দুর্বৃত্তরা।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান ও কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান।
জানা গেছে, কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড অফিস প্রাঙ্গণে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ‘জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন’ এর কর্মী সম্মেলন চলছিল। দুপুর ২টার দিকে একদল মুখোশধারী সীমানা প্রাচীরের বাইরে থেকে অফিস প্রাঙ্গণের দিকে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। সীমানা প্রাচীরের পেছনে গড়াই নদীর দিক থেকে এসে গুলি ছুড়ে আবার একই দিক দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে আতঙ্কিত হয়ে পড়েন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, আমাদের অনুষ্ঠান চলাকালে গুলির ঘটনা ঘটেছে। এতে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, দুপুর ২টার দিকে অফিস প্রাঙ্গণে গুলি ছোড়া হয়। কারা কেন এ ঘটনা ঘটিয়েছে সেটা আমরা ধারণা করতে পারছি না। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানাই।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের কয়েকটি টিম কাজ করছে। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৫
এসআই
বাংলাদেশ সময়: ৭:৩৯ পিএম, ফেব্রুয়ারি ২, ২০২৫ / এসআই