ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মাছ ধরা ট্রলার ও নৌকার গভীর সাগরে যেতে বাধা কাটল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪০, সেপ্টেম্বর ৪, ২০২৫
মাছ ধরা ট্রলার ও নৌকার গভীর সাগরে যেতে বাধা কাটল মাছ ধরার নৌকা

ঢাকা: ঝড়ের আশঙ্কা কেটে যাওয়ায় সকল সমুদ্রবন্দর থেকে নামানো হয়েছে সতর্ক সংকেত। ফলে মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোর গভীর সাগরে যাওয়ার বাধা কেটেছে।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

এদিকে সকল নদীবন্দর থেকেও নামানো হয়েছে সতর্ক সংকেত। ঢাকা ও আশেপাশের এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, হালকা বৃষ্টি হতে পারে।  

আকাশ থাকতে পারে আংশিক মেঘলা। এতে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার।

ইইউডি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।