বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র এডিটর ইন চিফ আলমগীর হোসেন, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ২৪’র সিইও নঈম নিজামসহ এই গ্রুপের সবকটি সংবাদমাধ্যমের কর্মীরা জানাযায় অংশ নেন।
পরে প্রথিতযশা এই সাংবাদিকের মরদেহ দ্বিতীয় জানাযার উদ্দেশ্যে জাতীয় প্রেসক্লাবে নিয়ে যাওয়া হয়।
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ইংরেজি দৈনিক দ্য ডেইলি সানের সম্পাদক আমির হোসেন সোমবার (০৬ মার্চ) দুপুরে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)
রাজধানীর অ্যাপোলো হাসপাতালে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
তার বয়স হয়েছিলো ৭৭ বছর। স্ত্রী, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এই স্বনামধন্য সাংবাদিক।
বিকেলেই মরহুমের মরদেহ নিয়ে যাওয়া হবে তার নিজ জেলা মাদারীপুরে। সেখানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
রোববার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকাস্থ দ্য ডেইলি সান কার্যালয়ে কর্মরত অবস্থায় হঠাৎ হার্ট অ্যাটাক হয় আমির হোসেনের। দ্রুত তাকে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হলে সেখানে ভর্তি করা হয়। পরে রাতে শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়। সোমবার দুপুরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আমীর হোসেন পাকিস্তান আমলে সে সময়ের প্রধান সংবাদপত্র দৈনিক ইত্তেফাক থেকে তার সাংবাদিকতার ক্যারিয়ার শুরু করেন। এরপর বাংলারবাণী, জয়বাংলা, বাংলাদেশ টুডেসহ বেশ কয়েকটি দৈনিক ও সাপ্তাহিকের সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীনবাংলা বেতারকেন্দ্রের একজন নিয়মিত সংবাদ বিশ্লেষক ছিলেন এই সাহসী সাংবাদিক।
দৈনিক ইত্তেফাকের রিপোর্টার হিসেবে স্বাধীনতা পূর্বকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের কর্মসূচি কাভার করতেন আমির হোসেন। বঙ্গবন্ধুর সঙ্গে ঘনিষ্ট থেকে স্বাধীন বাংলাদেশের পক্ষে অনেক গুরুত্বপূর্ণ খবর লিখেছেন তিনি।
ব্যক্তিজীবনে ছিলেন অত্যন্ত অমায়িক, মিতভাষী ও সাধারণ জীবন-যাপনে অভ্যস্ত।
ডেইলি সান সম্পাদক আমির হোসেনের ইন্তেকাল
বাংলাদেশ সময় ০৩২৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
এসএ/এমএমকে