ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কৃষি জমির মাটি বিক্রি: ​​​​​​​নবাবগঞ্জে ৩ জনকে কারাদণ্ড-জরিমানা

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
কৃষি জমির মাটি বিক্রি: ​​​​​​​নবাবগঞ্জে ৩ জনকে কারাদণ্ড-জরিমানা ভেকু দিয়ে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে বিক্রি

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে বিক্রি করার দায়ে ইস্রাফিল হোসেন রাকিব ও নয়ন নামে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই দায়ে বারেক নামে একজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরের দিকে তাদের এ সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রহমান।

এর আগে সকাল ১০টার দিকে উপজেলার শোল্লা ইউনিয়নের সুলতানপুর ও নয়নশ্রী ইউনিয়নের উত্তর বাহ্রা এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, ফসলি জমির মাটি কেটে বিক্রির গোপন তথ্য পেয়ে বুধবার সকালে সুলতানপুরের অভিযান চালিয়ে রাকিব ও নয়নকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আওতায় তাদের প্রত্যেককে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রহমান।  

এরপর নয়নশ্রীর উত্তর বাহ্রায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বারেক নামে একজনকে আটক করে তাকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রহমান বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।