ইন্দোনেশীয় প্রেসিডেন্ট জোকো দো দো তাদের স্বাগত জানান। পরে ফটো সেশনে অংশ নেন নেতারা।
এরপর সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে সমবেত হন আইওআরএ শীর্ষ নেতারা। এসময় প্রত্যেক নেতার হাতে তুলে দেওয়া হয় তিফা নামের বিশেষ এক তবলা। তাতে তাল ঠুকে নেতারা একযোগে উদ্বোধন করেন এই শীর্ষ সম্মেলন। এর আগে ছোট্ট ছোট্ট শিশুরা বিশেষ নাচ দেখায়।
সম্মেলনে কাউন্সিল অব মিনিস্টার এবং আইওআরএ বিজনেস সামিটের রিপোর্ট উপস্থাপন করা হবে। এরপর শুরু হবে সাধারণ বিতর্ক। এই বিতর্ক অধিবেশনে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালের অধিবেশনেই তার বক্তব্য রাখার কথা রয়েছে।
বাংলাদেশ সময় ১০১৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এমএমকে