মঙ্গলবার (৭ মার্চ) ইন্দোনেশিয়ার সময় সকালে জার্কাতা সম্মেলন কেন্দ্রে বিশ্বের অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে অংশ নেন তিনি।
সকাল সাড়ে আটটার দিকে সফরকালীন আবাসস্থল হোটেল সাঙ্গরি-লা থেকে জার্কাতা সম্মেলন কেন্দ্রে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।
এরপর প্রধানমন্ত্রী জার্কাতা সম্মেলন কেন্দ্রের লবিতে যান। সেখানে সম্মেলনে অংশ নেয়া অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে আইওআরএ ফ্যামিলি ফটো সেশনে অংশ নেন।
সম্মেলন কেন্দ্রের অ্যাসেম্বল হল-থ্রি তে অনুষ্ঠিত উদ্বোধনী সেশনের শুরুতে স্বাগতিক ইন্দোনেশিয়ার ঐতিহ্য তুলে ধরে মনোজ্ঞ ডিসপ্লে তুলে ধরে শিশুরা।
অনুষ্ঠানে রাষ্ট্র ও সরকার প্রধানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের হাতে ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘গেনডাঙ্গ পাপুয়া’ তুলে দেয়া হয়। রাষ্ট্র ও সরকার প্রধানসহ প্রতিনিধারা এক সঙ্গে এই বাদ্যযন্ত্র বাজানোর মধ্য দিয়ে লিডার্স সামিটের উদ্বোধন করেন।
তিফায় তাল ঠুকে শুরু আইওআরএ শীর্ষ সম্মেলন, অংশ নিলেন শেখ হাসিনা
৫-৭ মার্চ তিন ব্যাপী সম্মেলনের মূল আকর্ষণ রাষ্ট্র ও সরকার প্রধানদের নিয়ে লিডার্স সামিটে উদ্বোধনী বক্তব্য রাখেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও রাষ্ট্র ও সরকার প্রধানদের মধ্যে রয়েছেন অস্টেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল মালেশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক, মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপে জাচিনটো নাইউসি, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা, তানজানিয়ার প্রেসিডেন্ট আলী মোহাম্মদ শিয়েন, ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ্রাবু মনসুর হাদি, ওমানের সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদ, সোমালিয়ার প্রেসিডেন্ট মোহামেদ আবদুল্লাহি মোহামেদ।
কোমোরো দ্বীপরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট আজালি অ্যাসাউমানি, ভারতের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হামিদ আনসারি, মাদাগাসকার প্রেসিডেন্ড হেরি রাজাওনারিমামপিয়ানিনা , সিসিলিস এর ভাইস প্রেসিডেন্ট, সিঙ্গাপুরের উপ প্রধানমন্ত্রী, থাইল্যান্ডের উপ প্রধানমন্ত্রী, ইরানের পররাষ্ট্রমন্ত্রীসহ চীন, মিশর, জাপান, যুক্তরাজ্য, জার্মানি, মিয়ানমার, মালদ্বীপ, ইউনেস্কোসহ এসোসিয়েশনের ২১ সদস্য দেশ, ৭টি ডায়ালগ পার্টনার দেশসহ মোট ৩৪টি আর্ন্তজাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ সম্মেলনে অংশ নিচ্ছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা একে একে সম্মেলনের অন্যান্য কর্মসূচি প্রতিবেদনগুলোর সারসংক্ষেপ অধিবেশন, ‘এডপশন অ্যান্ড সাইনিং অব আউটকাম ডকুমেন্ট অব সামিটে’, ‘স্ট্রেংদেনিংমেরিটাইম কো-অপারেশন ফর এ পিসফুল, স্টেবল অ্যান্ড প্রোপারাস ইন্ডিয়ান ওশান রিম’ শীর্ষক এক সাধারণ বিতর্ক অধিবেশনে অংশ নেবেন। মঙ্গলবার দিনের প্রথম ভাগের যে কোনও সময়ে অধিবেশনে সাধারণ বিতর্কে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
দুপুরে প্রতিনিধিদলের প্রধানদের সঙ্গে মধ্যহ্নভোজ অংশ নেবেন। বিকেলে সম্মেলনের সমাপনী অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
সম্মেলনের সাইডলাইনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, জাপানের পররাষ্ট্র মন্ত্রী, সংযুক্ত আরব আমিরাতের একজন মন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সময় ১১০৯ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এমইউএম/এমএমকে