ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনার সঙ্গে শ্রীলঙ্কার প্রেসিডেন্টসহ ৪ নেতার সাক্ষাৎ

মহিউদ্দিন মাহমুদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
শেখ হাসিনার সঙ্গে শ্রীলঙ্কার প্রেসিডেন্টসহ ৪ নেতার সাক্ষাৎ শেখ হাসিনা ও মৈথ্রিপালা সিরিসেনার দ্বিপাক্ষিক বৈঠক। ছবি: পিআইডি

জার্কাতা থেকে: ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈথ্রিপালা সিরিসেনার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত, জাপান ও সংযুক্ত আরব আমিরাতের তিন প্রতিমন্ত্রীও সাক্ষাৎ করেছেন।

এসব বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও সস্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলার বিষয় আলোচনায় আসে। এ চার নেতার সঙ্গে বৈঠকের আগে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টে জোকো উইদোদোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয় শেখ হাসিনার।


 
মঙ্গলবার (৭ মার্চ) দুপুরের পর জাকার্তা সম্মেলন কেন্দ্রের নুরি-২ রুমে হাসিনা ও সিরিসেনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সম্মেলনের কেন্দ্রের বিভিন্ন লবিতে অন্যান্য সাক্ষাৎগুলো অনুষ্ঠিত হয়।
 
ভারত মহাসাগরীয় অঞ্চলের জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনভুক্ত (আইওআরএ) দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের নিয়ে আয়োজিত লিডার সামিট উপলক্ষে ইন্দোনেশিয়া সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
দ্বিপাক্ষিক বৈঠক ও সাক্ষাৎগুলোর পর পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় অন্যদেরর মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মেজর জেনারেল আজমল কবির।  
শেখ হাসিনার সঙ্গে নবুয়ো কিশি‘র সাক্ষাৎ।  ছবি: পিআইডিপররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সম্পর্ক আরও কীভাবে জোরদার করা যায় এ ব্যাপারে আলোচনা হয়েছে বৈঠকে। ব্যবসা বাণিজ্য বিষয়েও আলোচনা হয়েছে।  

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে মুক্তবাণিজ্য চুক্তি সম্পন্ন করতে দুই নেতা সম্মত হয়েছেন জানিয়ে শহীদুল হক বলেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে ব্যবসা-বাণিজ্য উন্নয়নে এফটিএ’র (ফ্রি টেড অ্যাগ্রিমেন্ট/মুক্তবাণিজ্য চুক্তি) বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন সিরিসেনাকে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে এফটিএ’র বিষয়টি খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে। এটি সম্পন্ন করার জন্য দুই নেতাই সম্মত হয়েছেন।
 
শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের বিষয়ে পররাষ্ট্র সচিব বলেন, শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সফরের কথা বেশ কিছুদিন ধরে চলছে। প্রধানমন্ত্রী সেটা আবারো উল্লেখ করেছেন। আমরা আশা করছি এ বছরের মাঝামাঝি সময়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বাংলাদেশে আসতে পারেন।
 
পরে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা আলাদাভাবে সাক্ষাৎ করেন জাপান, ভারত, আমিরাতের একজন করে প্রতিমন্ত্রী।

পররাষ্ট্র সচিব শহীদুল হক জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নবুয়ো কিশি সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের পদক্ষেপের প্রশংসা করেন।  
শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে ভি কে সিং।  ছবি: পিআইডিএপ্রিল মাসে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের একটা বড় সম্মেলন হবে বাংলাদেশে। সেখানে জাপান একটি বড় প্রতিনিধিদল পাঠাবে। এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে দু’দেশের মধ্যে যেসব সমঝোতা রয়েছে তা নিয়েও আলোচনা হয় বলে জানান সচিব।
 
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে সংযুক্ত আরব আমিরাতে প্রতিমন্ত্রী মাতিহা সালেম আল  শামসি দু’দেশের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হতে থাকার বিষয়ে আলোচনা করেন।
 
পররাষ্ট্র সচিব সাংবাদিকদের জানান, সাক্ষাতে প্রধানমন্ত্রী আমিরাতের ভিসা পদ্ধতিকে সহজ করার সুপারিশ করে। বিশেষ করে বিজনেস ভিসার বিষয়ে। এ বিষয়টি মন্ত্রিপরিষদ সঙ্গীদের সঙ্গে আলোচনা করবেন বলে প্রধানমন্ত্রীকে বলেন আমিরাতের প্রতিমন্ত্রী।
 
সবশেষে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি কে সিং।  
 
শহীদুল হক জানান, সাক্ষাতে প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর নিয়ে আলোচনা হয়েছে।
 
তিনি বলেন, আমরা আশা করছি একটা সফল ভারত সফর হবে এপ্রিল মাসে।
    
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।