ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

মাগুরার সন্তান সাকিবের প্রশংসা প্রধানমন্ত্রীর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
মাগুরার সন্তান সাকিবের প্রশংসা প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি: সংগৃহীত

মাগুরা থেকে: বিকেল সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভাস্থলে আসেন। মন্ত্রীসহ কয়েকজন স্থানীয় নেতার বক্তব্যের পর আওয়ামী লীগ সভানেত্রী প্রধান অতিথির ভাষণ শুরু করেন। যার শুরুটাই তিনি করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব প্রশংসায়।

শেখ হাসিনা বলেন, প্রথমে অভিনন্দন জানাই। মাগুরার মাটির সন্তান, আপনাদের সন্তান, ক্রিকেট বিশ্বের বিস্ময় সাকিব আল হাসানের জন্ম এই মাগুরায়।

আমাদের ক্রিকেট টিম তাদের শততম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে ‘জয় বাংলায়’ জয় এনে দিয়েছে।

মাগুরাবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। ক্রিকেট খেলোয়াড়, কোচ, সংগঠকসহ সবাইকে অভিনন্দন।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে জেলার মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে শেখ হাসিনা এসব কথা বলেন।

এর আগে প্রধানমন্ত্রী শততম টেস্ট জয়ের দিন ক্রিকেট দলকে অভিনন্দন জানান। সাকিব ও অধিনায়ক মুশফিককে ফোনও করেছিলেন।

সাকিব আল হাসান ১৯৮৭ সালের ২৪ মার্চ এই মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ক্রিকেটের তিন ফরমেটে শীর্ষ অলরাউন্ডার।

এদিকে জনসভার আগে আছাদুজ্জামান স্টেডিয়ামে ফলক উন্মোচন করে প্রধানমন্ত্রী ১৫০ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে সম্পন্ন হওয়া ১৯টি প্রকল্পের উদ্বোধন ও ১৭৭ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে ৯টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আরও পড়ুন: আওয়ামী লীগের পতাকা তলে সমবেত হোন

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭/আপডেট ১৯৫৬ ঘণ্টা
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।