ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

মন্ত্রীর চোখ ৬০ কিলোমিটার দূরে!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
মন্ত্রীর চোখ ৬০ কিলোমিটার দূরে! সিসি ক্যামেরায় সড়কের নজরদারি দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। ছবি: অনিক খান

ময়মনসিংহ মিডিয়া সেন্টার থেকে: ময়মনসিংহ মিডিয়া সেন্টারে মনিটরের সামনে দাঁড়িয়ে ৬০ কিলোমিটার দূরের ভালুকা মডেল থানার হালহকিকত দেখে নিচ্ছিলেন মন্ত্রী।

খানিক সময় পরেই ভেসে উঠলো তার গাড়িবহরের থানা ক্রস করার দৃশ্য। পাশের মনিটরে নগরীর প্রবেশ পথ বাইপাস মোড়ের সঙ্গেও পরিচয় করিয়ে দেয়া হলো তাকে।

দেখানো হলো মহাসড়কে প্রাণহানি ঘটিয়ে দ্রুত ঘাতক চালকের বাস নিয়ে চম্পট দেয়া। খানিক দূরেই দাঁড়িয়ে থাকা স্ত্রী ও সন্তানদের আর্তনাদ, আহাজারি। আর তার মিনিট কয়েক পরেই বিক্ষুব্ধ কয়েক যুবকের আগুনে অন্য একটি বাসের পুড়ে যাওয়া।  

লন্ডন নগরের আদলে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ৬৫ কিলোমিটার এলাকা সিসি ক্যামেরা নেটওয়ার্কের আওতায় আনার এমন ঘটনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেন্টারে নিজ চোখেই দেখলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

ওই উগ্র যুবকদের এমন আচরণের পর তাদের গ্রেফতার করা হয়েছে কীনা তাও জানতে চাইলেন মন্ত্রী। এ সময় জেলা পুলিশ সুপার (এসপি) জানালেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।   দু’জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে।

মহাসড়ক ও  পর্যায়ক্রমে নগরীর গুরুত্বর্পূ ও অপরাধ প্রবণ এলাকাগুলোকে সিসি ক্যামেরার নজরদারিতে আনতে জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলামের এমন পদেক্ষেপে মুগ্ধ মন্ত্রী।

সর্বাধুনিক প্রযুক্তি ও উচ্চ রেজুলেশনের সিসি ক্যামেরার ময়মনসিংহে অপরাধ নির্ণয়ের ঘটনা তুলে ধরছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম ও অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) মোহাম্মদ নূরে আলম।

একই সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষ থেকে মনিটরিং ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদানের কথাও তুলে ধরেন তারা।

এ সময় পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূঞাসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
অপরাধী দমন ও শনাক্ত করতে সিসি ক্যামেরার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ঢাকাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে আমাদের।

এখন ঢাকা আংশিক সিসি ক্যামেরার আওতায় রয়েছে। পর্যায়ক্রমে ঢাকার সব এলাকা ও দেশের শহরগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে।

ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ৬৫ কিলোমিটার সিসি ক্যামেরা নেটওয়ার্কের আওতায় আনায় ময়মনসিংহ জেলা পুলিশের কার্যক্রমের প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, মোট ৪শ’ সিসি ক্যামেরা থাকবে। এর মধ্যে ১২৮টি স্থাপন হয়েছে। এ উদ্যোগ ইতিবাচক ও প্রশংসনীয়।

* পহেলা বৈশাখে মোটরসাইকেলে ২ জন নয়
** বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে যাচ্ছেন

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
এমএএএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।