ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

সাভারে দোকানে মিলল ৭০ মরা মুরগি, পালালেন দোকানমালিক

অতিথি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৫
সাভারে দোকানে মিলল ৭০ মরা মুরগি, পালালেন দোকানমালিক গ্রেপ্তার ম্যানেজার ইয়ামিন হোসেন বাবু

সাভার: সাভারের গেন্ডা এলাকার ‘আমির এন্টারপ্রাইজ’ নামের ব্যবসাপ্রতিষ্ঠানে মিলল ৭০টি মরা মুরগি।  

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ওই ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সরকার।

এ সময় ওই প্রতিষ্ঠান থেকে ৭০টি মরা জব্দ করা হয়। এ সময় দোকানের মালিক জাহাঙ্গীর আলম পালিয়ে যান।

মরা মুরগি বিক্রির দায়ে  ‘আমির এন্টারপ্রাইজ’ - এর ম্যানেজারকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় আরও এক লাখ টাকা জরিমানা করা হয় তাকে।

কারাদণ্ডপ্রাপ্ত ম্যানেজারের নাম ইয়ামিন হোসেন বাবু (৩২)। তিনি বগুড়া জেলার সোনাতলা থানার ছিছারপাড়া গ্রামের মৃত আজিজার প্রধানের ছেলে।  

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সরকার বলেন,  স্থানীয় ও ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে সাভারের গেন্ডা এলাকার ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ৭০টি মরা মুরগি জব্দ করা হয়। এসময় প্রতিষ্ঠানের মালিক জাহাঙ্গীর আলম পালিয়ে যায়। পরে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়। এছাড়া প্রতিষ্ঠানের ম্যানেজার মো. বাবুকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহায়তা করেন বলে জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৫ 
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।