মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত মুছা ভাষানটেক শ্যামল পল্লীর শিল্পীরটেক এলাকার আব্দুল খালেকের ছেলে।
মুছার স্ত্রী রুনা আক্তার জানান, মুছা মাটি ভরাটের ঠিকাদারি করেন। ৮/১০ দিন আগে মুছার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। টাকা না দেওয়ায় তাকে আজ গুলি করেছে তারা।
গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে শ্যামলীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ভাষানটেক থানার অফিসার ইনচার্জ (ওসি) মুন্সি সাব্বির আহমেদ বলেন, মুছা এলাকায় চিকনা জামাল নামে পরিচিত। তিনি ঠিকাদারি করেন কি না আমার জানা নেই। তবে মুছা চিহ্নিত একজন সন্ত্রাসী।
ভাষানটেক থানায় মুছার নামে চাঁদাবাজিসহ প্রায় ১০/১২টি মামলা রয়েছে। কীভাবে মুছা গুলিবিদ্ধ হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এজেডএস/এমজেএফ