ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

বাবুগঞ্জে ৫ পাইপগান উদ্ধার, এলাকায় আতঙ্ক 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বাবুগঞ্জে ৫ পাইপগান উদ্ধার, এলাকায় আতঙ্ক  উদ্ধার করা পাইপগান।

বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের খানপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) পেছনের একটি পুকুর পাড় থেকে পাঁচটি পাইপগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকাবাসীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

 

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এগুলো উদ্ধার করা হয়।

এয়ারপোর্ট থানা সূত্রে জানায়, ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানীয়রা পরিষদের পেছনের একটি পুকুরের পাড়ে একটি বাজারের ব্যাগে মোড়ানো অবস্থায় কোনো বস্তু সদৃশ্য দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই পুকুর পাড়ে বস্তায় মোড়ানো অবস্থায় পাঁচটি পাইপগান উদ্ধার করে। পরে এগুলো  থানায় হস্তান্তর করা হয়েছে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন সিকদার জানান, খবর পেয়ে পুলিশ পরিত্যক্ত অবস্থায় পাঁচটি দেশীয় প্রযুক্তির পাইপগান উদ্ধার করেছে।  

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।