ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

চাঁপাইয়ে জঙ্গি আস্তানায় গুলির আওয়াজ

শরীফ সুমন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
চাঁপাইয়ে জঙ্গি আস্তানায় গুলির আওয়াজ আত্মসমর্পণের জন্য মাইকিং

শিবগঞ্জের শিবপুর (চাঁপাইনবাবগঞ্জ) থেকে: চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানায় গুলির আওয়াজ শোনা গেছে। বুধবার (২৬ এপ্রিল) বিকেল ৬টা ৪০ মিনিটের পর গুলির আওয়াজ শোনা যাওয়ার কথা জানিয়েছে সূত্র।

এর আগে ওই আস্তানায় অবস্থান করা জঙ্গি রফিকুল ইসলাম ওরফে আবুকে আত্মসমর্পণের জন্য তার মা ফুলসানা বেগমকে নিয়ে আসা হয়। প্রায় ১০ মিনিট সেখানে অবস্থান করার পর সাড়া না পেয়ে তার মাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

 

চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানাটির দায়িত্ব সোয়াট টিমের হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে। জঙ্গি আস্তানার বিষয়ে পরবর্তী সব পদক্ষেপ তারাই নেবেন।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি এম মুজাহিদুল ইসলাম জানান, জঙ্গি আস্তানার পুরো বিষয়টি আমরা সোয়াট টিমকে বুঝিয়ে দিয়েছি। তারা সব দায়িত্ব বুঝে নিয়েছেন। ঘটনাস্থল রেকি করা হয়েছে। পরবর্তী সব পদক্ষেপের সিদ্ধান্ত তারাই নেবেন।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারযোগে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবপুর গ্রামে পৌঁছায় সোয়াট টিম।  

পুলিশ সূত্রে জানা যায়, শিবগঞ্জ স্টেডিয়াম মাঠে হেলিপ্যাডে দুই হেলিকপ্টারে সোয়াট টিম এসেছে। রাতের মধ্যে হতে পারে অভিযান। এজন্য আনা হয়েছে জেনারেটর।

শিবগঞ্জ উপজেলার কানসাটের ত্রিমোহনীর সেই বাড়ি মসলার ব্যবসায়ী পরিচয়ে ভাড়া নিয়েছিলেন জঙ্গি রফিকুল ইসলাম ওরফে আবু (৩০)। ঘটনাস্থলে থাকা শিবগঞ্জ সদর ফায়ার সার্ভিসের টিম লিডার মিনহাজ উদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে দুপুর দেড়টার দিকে দু’টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে আসে। এরইমধ্যে ওই বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সেখানে বর্তমানে জঙ্গি রফিকুল ইসলাম ওরফে আবু, তার স্ত্রী, দুই শিশুকন্যা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। অন্য কোনো জঙ্গি সদস্য আছে কিনা বা থাকলেও কতোজন সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

জঙ্গি আবু স্থানীয় ত্রিমহোনী আলিয়া মাদরাসার ছাত্র ছিলেন। ছাত্রজীবনে তিনি ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীতে নব্য জেএমবিতে যোগদেন বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো। তার বাবা আফসার আলী একজন জামায়াত সমর্থক।

মায়ের আত্মসমর্পণের আহ্বানে সাড়া দেয়নি জঙ্গি আবু
চাঁপাইয়ে জঙ্গি আস্তানার দায়িত্ব সোয়াটের হাতে
হেলিকপ্টারে এলো সোয়াট, রাতে অভিযান​

হেলিকপ্টারে যাচ্ছে সোয়াট
ব্যবসায়ী পরিচয়ে বাড়ি ভাড়া নেয় জঙ্গি রফিকুল
চাঁপাইয়ের জঙ্গি আস্তানায় যাচ্ছে সোয়াট
চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও


বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।