ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

মধ্যরাতে সংবাদ সম্মেলন ডেকেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
মধ্যরাতে সংবাদ সম্মেলন ডেকেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা  স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (ফাইল ছবি)

ঢাকা: সারা দেশে আইনশৃঙ্খলার অবনতির প্রেক্ষাপটে মধ্যরাতে সংবাদ সম্মেলন ডেকেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত আড়াইটার পর উপদেষ্টার বারিধারা ডিওএইচএসের বাসায় এই সংবাদ সম্মেলন হবে।

এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান।

এদিকে আইনশৃঙ্খলার অবনতি ঘটায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে রাত ১টা ১৫ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মিছিল করেছেন বিভিন্ন হলের শিক্ষার্থীরা।  

মিছিলটি ঢাবির বিজয় একাত্তর হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, সূর্যসেন হল, হাজী মুহম্মদ মুহসীন হল হয়ে রাজু ভাস্কর্যে পৌঁছায়।  

শিক্ষার্থীরা ‘জাহাঙ্গীরের পদত্যাগ, দফা এক দাবি এক’, ‘মা-বোনদের বিচার দে। নইলে গদি ছাইড়া দে'’, ‘সারা দেশে সন্ত্রাস কেন, প্রশাসন জবাব চাই’সহ নানা স্লোগান দিচ্ছেন।  

মিছিলে ঢাবির বিভিন্ন হলের শিক্ষার্থীরা উপস্থিত রয়েছেন।

বিস্তারিত আসছে..

** স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।