ঢাকা, বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩১, ০৩ এপ্রিল ২০২৫, ০৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে প্রকাশ্য দিবালোকে চারজনকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৫
নরসিংদীতে প্রকাশ্য দিবালোকে চারজনকে কুপিয়ে জখম

নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে চারজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহতদের মধ্যে একজনকে গলা কেটে হত্যার চেষ্টাও করে তারা।

 

আহতদের নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

সোমবার (৩১ মার্চ) দুপুরে নরসিংদী পৌর শহরের হেমেন্দ্র সাহার মোড়ে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে একজনের কাটা আঙুল উদ্ধার করে।

আহতরা হলেন- শহরের বানিয়াছল এলাকার অটোরিকশার চালক রমজান মিয়া, তার ছেলে রিফাত, মুহিম ও সাটিরপাড়া এলাকার ফয়সাল। এদের মধ্যে ফয়সালকে গলা কেটে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

আহত রিফাত জানায়, অটোরিকশা নিয়ে সে আর তার বাবা রমজান মিয়া যাত্রী নিয়ে বাসস্ট্যান্ড যাচ্ছিল। অটোরিকশাটি হেমেন্দ্র সাহার মোড়ে পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে অটোরিকশাচালক রমজান মিয়ার সঙ্গে মোটরসাইকেল আরোহীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মোটরসাইকেল আরোহী ও অটোরিকশা চালকের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। পরে মোটরসাইকেল আরোহী ফোন করে আরও কয়েকজনকে নিয়ে আসে। অস্ত্রধারীরা এসেই দা, ছুরি, চাপাতি দিয়ে এলোপাথাড়ি অটোরিকশা চালককে কোপাতে থাকে। ওই সময় তাদের বাঁচাতে স্থানীয়রা এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাদেরও কুপিয়ে জখম করে। উপর্যুপরি ধারালো অস্ত্রের আঘাতে চারজন মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চারজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে ফয়সাল নামে একজনের গলা কেটে ফেলে সন্ত্রাসীরা। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।

নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক সিনিয়র কনসালটেন্ট ডা. অসিম কুমার সাহা জানান, শরীরের বিভিন্ন জায়গায় কাটা ছেড়াসহ মাল্টিপুল ইনজুরি নিয়ে চারজন হাসপাতালে আসে। এদের মধ্যে ফয়সাল নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। তার গলা কাটা ও বড় ক্ষত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের শনাক্তের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।