ঢাকা, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০২ শাওয়াল ১৪৪৬

জাতীয়

‘বাসে অনেক খরচ, তাই কয়েকজন মিলে ট্রাক ভাড়া করেছি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
‘বাসে অনেক খরচ, তাই কয়েকজন মিলে ট্রাক ভাড়া করেছি’

নারায়ণগঞ্জ: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবারের মতো এবারো ঢাকা ছাড়ছে মানুষ। বাসের ভাড়া বেশি হওয়ায় নিম্ন আয়ের অনেক মানুষ বাড়ি ফিরছেন খোলা ট্রাক বা পিকআপে করে।

শনিবার (২৯ মার্চ) রাতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া, সাইনবোর্ড এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা যায়। যে নিম্ন আয়ের লোকেরা খোলা গাড়িতে করে বাড়ি ফিরছেন, তাদের বেশিরভাগই গার্মেন্টস শ্রমিক ও দিনমজুর।

সরেজমিন দেখা যায়, অনেকে ট্রাক বা পিকআপে বসে আছেন। এসব গাড়িতে তাদের বেশ ঠাসাঠাসি করে বসতে দেখা যায়। কেউ যাচ্ছেন একা, কেউবা পরিবারের সদস্যদের নিয়ে। অনেকে ট্রাকে ওঠার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছেন। কেউবা করছেন দর কষাকষি।

ট্রাকে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশে যাত্রা করা আবুল হোসেন বলেন, বাসের ভাড়া বেশি। আমরা পরিবারের পাঁচজন সদস্য, টিকিট কেটে বাসে গেলে অনেক খরচ হয়। তাই আমরা গ্রামের আরও কয়েকজন মিলে ট্রাক ভাড়া করেছি। এভাবেই আমরা বাড়ি ফিরব।

রংপুরের উদ্দেশে যাত্রা করা গৃহকর্মী রোজিনা কথায়ও একই সুর। বাসের ভাড়া বেশি। তাই পেরে উঠছেন না। বাধ্য হয়েই ট্রাকে করে বাড়ি ফিরছেন। তিনি বলেন, বাসের অনেক ভাড়া। তাই এভাবে ট্রাকে করে যাচ্ছি।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, হাইওয়ে পুলিশ সক্রিয় রয়েছে। আমাদের সামনে পড়লে আমরা ব্যবস্থা নিচ্ছি।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
এমআরপি/আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।