ঢাকা, বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩১, ০৩ এপ্রিল ২০২৫, ০৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

‘জুলাই শহীদ’ পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করলো এনসিপি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৫
‘জুলাই শহীদ’ পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করলো এনসিপি জুলাই অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করছেন এনসিপির সদস্যরা

ফেনী: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফেনীতে জুলাই অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও পরিবারগুলোর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদ উদযাপন করেছে জাতীয় নাগরিক পার্টি, ফেনী জেলা।  

এসময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব হোসাইন শাহাদাত, ফেনী জেলা এনসিপির সংগঠক শাহ ওয়ালী উল্লাহ মানিক, মো. সায়েম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল আজীজসহ এনসিপির নেতারা।

ফেনীর মহিপালে ৪ আগস্টের শহীদ সাইদুল ইসলাম শাহী, ওয়াকিল আহমেদ শিহাব ও সারোয়ার জাহান মাসুদের কবর জিয়ারত এবং তাদের পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন এনসিপির নেতারা। এই সময় শহীদদের মায়েরা কান্নায় ভেঙে পড়েন এবং নতুন বাংলাদেশে তাদের সন্তান হত্যার বিচার চান।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৫
এসএইচডি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।