প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (০৮ মে) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে আমদানি-রফতানির ক্ষেত্রে কাস্টমসের বিষয়ে একটি অ্যাগ্রিমেন্টের জন্য মন্ত্রিসভায় অনুমতি দেওয়া হয়েছে।
এছাড়া বৈঠকের শুরুতে ‘গ্লোবাল ইনক্লুশন অ্যাওয়ার্ড-২০১৭’ প্রাপ্তির বিষয়টি মন্ত্রিসভাকে জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর।
‘জার্মানির বার্লিনে চাইল্ড ইয়ুথ ফাইন্যান্স ইন্টারন্যাশনাল অ্যান্ড জি টোয়েন্টি জার্মানি প্রেসিডেন্সি’ নামের প্রতিষ্ঠানটি এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশকে ‘গ্লোবাল ইনক্লুশন অ্যাওয়ার্ড-২০১৭’ পদকে ভূষিত করে।
মন্ত্রিপরিষদ বিভাগ সচিব বলেন, প্রাথমিক প্রক্রিয়ায় বিশ্বের পাঁচটি অঞ্চলের ১৯টি রাষ্ট্রকে চূড়ান্ত করা হয়েছিল। পরে একমাত্র বাংলাদেশকেই পুরস্কৃত করা হয়।
বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থনৈতিক অন্তর্ভুক্তি এবং শিক্ষাখাতে গৃহীত উদ্যোগ পুরস্কার প্রাপ্তির ক্ষেত্রে বিশেষভাবে গৃহীত হয়।
বাংলাদেশ সরকার গৃহীত বিভিন্ন আইন, নীতিমালা ও পরিকল্পনাসহ প্রায়োগিক উদ্যোগ, বিশেষ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই কর্মসূচি; অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের গৃহীত উদ্যোগ বেশ প্রশংসিত হয়েছে।
সুইজারল্যান্ডের জেনেভায় হিউম্যান রাইটস কমিটির প্রতিবেদন মন্ত্রিসভায় উপস্থাপন করেছেন আইনমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এমআইএইচ/আরআর/জেডএস