ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

দুই দিনের সফরে ঢাকায় আসছেন রোসাটম ডিজি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
দুই দিনের সফরে ঢাকায় আসছেন রোসাটম ডিজি রোসাটমের মহাপরিচালক (ডিজি) আলেক্সি লিখাচেভ

ঢাকা: রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক (ডিজি) আলেক্সি লিখাচেভ বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা সফরে আসছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকায় রা‌শিয়ান হাউসের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে এ তথ‌্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি জানান, ২৬ ফেব্রুয়া‌রি রোসাটমের ডিজি বাংলা‌দেশ সফরে আসবেন। তার এ সফর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চলমান কা‌জের অগ্রগতি হ‌বে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জা‌নি‌য়ে‌ছেন, দুই দি‌নের সফরে বুধবার ঢাকায় আসছেন রোসাটমের ডিজি আলেক্সি লিখাচেভ। সফরকালে তি‌নি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের স‌ঙ্গে সাক্ষাৎ কর‌বেন। পাশাপা‌শি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের স‌ঙ্গে বৈঠক কর‌বেন।

বৃহস্প‌তিবার (২৭ ফেব্রুয়ারি) আলেক্সি লিখাচেভের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করার কথা রয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সা‌লের জুলাই‌য়ে বাংলা‌দেশ সফর ক‌রে‌ছি‌লেন রোসাটমের ডিজি।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।