এরশাদের শাসনামলেও তাকে হত্যার চেষ্টা করা হয়েছিলো বলে মন্ত্রিসভার সদস্য জাতীয় পার্টির এক নেতাকে দেখিয়ে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
সোমবার (২১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব মন্তব্য করেন।
সূত্র জানায়, বৈঠকে ২১ আগস্টে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২১ আগস্ট প্রেনেড হামলার আগে খালেদা জিয়া ও তার দলের নেতারা বলেছিলেন আরেকটি ১৫ আগস্ট হবে। এর পরই ২১ আগস্টে গ্রেনেড হামলা হলো। আমাকে হত্যার উদ্দেশ্যে এই গ্রেনেড হামলা চালানো হয়। আমাদের দলের এতগুলো নেতাকর্মীর জীবন কেড়ে নেওয়া হলো। আমাকে হত্যার জন্য আরও অনেক বার চেষ্টা করা হয়েছে।
এ সময় এরশাদের শাসনামলে চট্টগ্রামের লালদিঘির ময়দানের জনসভায় হামলা ও গুলি করে হত্যাকাণ্ড ঘটানোর বিষয়টি স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী।
বৈঠকে উপস্থিত পানিসম্পদ মন্ত্রী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে দেখিয়ে শেখ হাসিনা বলেন, ওনাদের সরকারের সময়ও চট্টগ্রামের জনসভায় আমাকে মারার চেষ্টা করা হয়েছিলো।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
এসকে/এমজেএফ