ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

বৈধ জুয়েলারি প্রতিষ্ঠানে নিরাপত্তা দেওয়ার আশ্বাস ডিএমপি কমিশনারের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
বৈধ জুয়েলারি প্রতিষ্ঠানে নিরাপত্তা দেওয়ার আশ্বাস ডিএমপি কমিশনারের

ঢাকা: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সদস্যভুক্ত বৈধ জুয়েলারি প্রতিষ্ঠানের নিরাপত্তা দিতে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।  

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বাজুসের প্রতিনিধিদলের সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।

এ সময় ডিএমপি কমিশনার ঢাকা মহানগরীর বাজুসের সদস্যভুক্ত জুয়েলারি প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধানে সর্বাত্মক সহযোগিতা দেবেন বলে বাজুস নেতাদের আশ্বস্ত করেন। তবে জুয়েলারি প্রতিষ্ঠানের মালিকদেরও ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।  

ডিএমপি কমিশনার বাজুস নেতাদের প্রত্যেক মার্কেট ও দোকানের সামনে সিসি টিভি ক্যামেরা স্থাপনসহ সিকিউরিটি গার্ডদের সতর্ক অবস্থানে রাখার পরামর্শ দেন। এছাড়া বৈধ জুয়েলারি ব্যবসায়ী যাতে হয়রানির শিকার না হয় সেদিকে দৃষ্টি রাখবেন বলে জানান তিনি।

সৌজন্য সাক্ষাতে বাজুসের প্রতিনিধিদলে ছিলেন গুলজার আহমেদ, ভারপ্রাপ্ত সভাপতি, বাদল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক, আনোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য, সমিত ঘোষ অপু, সহ-সভাপতি, উত্তম বণিক, কোষাধ্যক্ষ।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
জিসিজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।