শুক্রবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টায় নিজ ঘর থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দম্পতি হলেন- মিহির কান্তি বিশ্বাস (৭০) ও তার স্ত্রী তুলিকা বিশ্বাস (৫০)।
ওই দম্পতিদের গৃহপরিচারিকা জয়া রাণী বাংলানিউজকে জানান, বুধবার (১১ অক্টোবর) দুপুরে তিনি ওই বাসায় কাজ শেষে বেরিয়ে যান। শুক্রবার দুপুরে তিনি যখন ওই বাসায় কাজ করতে আসেন তখন বাসার গেটে তালা দেওয়া ছিলো। এসময় ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি তিনি স্থানীয়দের জানান। খবর পেয়ে নাগড়া এলাকা থেকে মিহির বিশ্বাসের ছোট ভাই সমীর বিশ্বাস এসে স্থানীয়দের উপস্থিতিতে তালা ভেঙে ঘরে প্রবেশ করে রান্না ঘরের মেঝেতে বৌদি তুলিকার মরদেহ ও বেডরুমে খাটের ওপর ভাই মিহিরের মরদেহ দেখতে পান।
তুলিকার ভাই মৃত্যুঞ্জয় চন্দ বাংলানিউজকে জানান, ওই বাসায় শুধু তার বোন তুলিকা ও ভগ্নিপতি মিহির থাকতেন। তাদের সুমন নামে এক ছেলে ও সুমি নামে এক মেয়ে রয়েছে। তারা ঢাকায় থাকেন। ছেলেটি সর্বশেষ দুর্গাপূজায় এসেছিলেন। সমস্ত ঘরটি এলোমেলো ও আলমিরার তালা ভাঙা অবস্থায় পাওয়া গেছে।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এসএম আশরাফুল আলম, মোহাম্মদ ছানোয়ার হোসেন (সদর সার্কেল), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর ইলী।
জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী বাংলানিউজকে জানান, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৪ আপডেট: ১৫২৬ ঘণ্টা
এনটি