ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

ব্লু হোয়েলে হতাশাগ্রস্ত হয়ে সাইমের আত্মহত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
ব্লু হোয়েলে হতাশাগ্রস্ত হয়ে সাইমের আত্মহত্যা

ঢাকা: ইন্টারনেটে ব্লু হোয়েল গেমসের ম্যাসেজ আদান প্রদান করার কারণে হতাশাগ্রস্ত হয়ে সাইম দেওয়ান আত্মহত্যা করে বলে পুলিশ জানিয়েছে। 

মিরপুর থানা (ওসি তদন্ত) মিজানুর রহমান জানান, মৃত সাইমের বাম হাতে একটি তিমি মাছ আঁকা পাওয়া গেছে। ব্লু হোয়েল গেমসের কারণে হতাশাগ্রস্ত হয়ে আত্নহত্যা করেছে বলে পুলিশ ধারনা করছেন।

। বিষয়টি আরো ভাল ভাবে খতিয়ে দেখা হচ্ছে।

সাইমের বাবা বাবু দেওয়ান জানান,  ৬ষ্ট শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে সাইম। মিরপুর এলাকায় তাদের একটি বইয়ের দোকান আছে। দোকানটি দেখাশোনা করতো সে।  

তিনি বলেন,  কিছু দিন ধরে সাইমের অনেক পরিবর্তন দেখা দিয়ে ছিলো। তবে সে সব সময় ফুলহাতা সার্ট পরতো বলে তার হাতে আঁকা তিমি মাছটি পরিবারের কেউ দেখতে পাননি।  

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছে পুলিশ।  

**কাজীপাড়ায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
এজেডএস/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।