ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

 স্মারকলিপি জমা না দিয়ে ফিরে এলেন শিক্ষক প্রতিনিধিরা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
 স্মারকলিপি জমা না দিয়ে ফিরে এলেন শিক্ষক প্রতিনিধিরা

ঢাকা: দশম গ্রেডে পদোন্নতির দাবিতে আন্দোলনকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় স্মারকলিপি জমা না দিয়ে ফিরে এসেছে।

তারা বলছেন, ডেকে নিয়ে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

আপাতত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ফিরে এসে এ কথা জানান আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি মাহবুবুর রহমান।

তিনি বলেন, ডেকে নিয়ে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় নিয়ে যাওয়ার কথা বলে নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। সেখানে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা না থাকায় স্মারকলিপি জমা দেওয়া যায়নি। এ ঘটনায় আমরা অবাক হয়েছি। আপাতত আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সহকর্মীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রতিনিধিদলে ছিলেন মো. মাহবুবুর রহমান, মো. লুৎফর রহমান, মনিবুল হক বসুনিয়া, মো. মোয়াজ্জেম হোসেন শাহীন, আব্দুল মান্নান, জুয়েল, বিজয় কর্মকার, শামীমা নাসরিন, সিরাজুল ইসলাম ও খায়রুন নাহার লিপি।

এর আগে এদিন বিকেল সাড়ে ৩টার পর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন শিক্ষকরা।

পরে পদযাত্রাটি শাহবাগ থানার সামনে এলে আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে রাস্তায় বসে পড়েন তারা।

এ সময় শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তবে উপস্থিত পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাকে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রস্তাব দেন। পরে বিকেল ৫টার দিকে যমুনার উদ্দেশে রওনা দেয় শিক্ষকদের একটি প্রতিনিধিদল।

আরও পড়ুন: শাহবাগে অবস্থান শিক্ষকদের, প্রতিনিধিদল গেলেন আলোচনায়

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।