ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পাগলায় দেয়াল চাপায় ৩ বোনসহ নিহত ৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
পাগলায় দেয়াল চাপায় ৩ বোনসহ নিহত ৪ ফতুল্লায় দেয়াল চাপায় একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ:  নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় দেয়াল চাপায় তিন বোনসহ চারজনের মৃত্যু হয়েছে। মাঠে খেলার সময় ওই তিন শিশু বোন দেয়ালের নিচে চাপা পড়ে। 

এ সময় আরো দু’জন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় ফতুল্লার পাগলায় শান্তিনিবাস এলাকা সংলগ্ন বস্তিতে এ মর্মান্তিক দুর্ঘটনা  ঘটে।

নিহতরা হলো সাইফুল ইসলামের তিন মেয়ে লামিয়া (১২), লাবনী (৮) ও লিমা (৩) এবং ফিরোজ মিয়ার ছেলে সাদেকুর রহমান (৪০)।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান,  সকালে পাগলা শান্তি নিবাসের পাশে চাঁন মিয়ার বাড়ির পুরনো সীমানা প্রাচীর ভাঙ্গার কাজ চলছিল। এ সময় সেখানে খেলছিলো তিন বোনসহ কয়েকজন শিশু। হঠা‍ৎ দেয়াল ধসে পড়লে ঘটনাস্থলেই তিন বোনের মৃত্যু হয়। আর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় সাদেকুর রহমানের।

ওসি বলেন, ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে মরদেহগুলো পাঠানো হবে। যদি কেউ এ বিষয়ে থানায় অভিযোগ করে তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭/আপডেট: ১১২৯ ঘণ্টা
এএটি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।