ঢাকা: দেশের ৬৮ শতাংশ বাস-ট্রাকচালক কানে শোনেন না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মঙ্গলবার (২১ জানুয়ারি) আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে পলিথিন, পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধের কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণকারীদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেছেন, শব্দ ও বায়ুদূষণে বাংলাদেশ এক নম্বরে। এ দেশের ৬৮ শতাংশ বাস বা ট্রাকের চালক কানে শোনেন না।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ২২,২০২৫
এএটি