ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে ফের জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
যশোরে ফের জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও   যশোরে ফের জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও  

যশোর: যশোর সদর উপজেলার পাগলাদাহ গ্রামের জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। 

সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যার পর থেকে বাড়িটি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রাখে বলে বাংলানিউজকে জানিয়েছেন যশোর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমল হুদা।  

যশোর জেলা পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, ওই বাড়িকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য এবং গ্রেনেড রয়েছে বলে  তথ্য রয়েছে।

ঘটনাস্থলে পুলিশ হেডকোয়ার্টারের এলআইসিসহ বিপুল পুলিশ সদস্য উপস্থিত রয়েছে। ওই বাড়ির আশপাশে সার্স লাইট দিয়ে আলোর ব্যবস্থা করা হচ্ছে।

সম্প্রতি যশোরে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে শিশুসহ এক নারীকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনী।  

** যশোরে ঘিরে রাখা বাড়িটি মসজিদের ঈমামের

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
ইউজি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।