ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

হাসপাতালে সাংবাদিক লাবলুর পাশে স্বাস্থ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
হাসপাতালে সাংবাদিক লাবলুর পাশে স্বাস্থ্যমন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: লিভার জনিত সমস্যায় বেশ ক’দিন ধরে গুরুতর অসুস্থ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ছয়বারের সভাপতি ও ভোরের কাগজের চিফ রিপোর্টার আখতারুজ্জামান লাবলু।  

বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি আছেন তিনি। সুস্থতার জন্য আখতারুজ্জামান লাবলু সবার কাছে দোয়া কামনা করেছেন।

 

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে বিএসএমএমইউ হাসপাতালে সাংবাদিক লাবলুকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ সময় তিনি তার পাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং চিকিৎসার খোঁজ খবর নেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা আপনার পাশে আছি। কোনো চিন্তা করবেন না। আশা করি খুব দ্রুত আপনি ভালো হয়ে যাবেন। ’ 

সাংবাদিক লাবলুর চিকিৎসায় যা যা দরকার সবই করার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।  

বিএসএমএমইউ হাসপাতালের কেবিন ব্লকের ৫ তলায় ৫১৯ নম্বর কেবিনে ভর্তি আছেন সাংবাদিক লাবলু।  

সম্প্রতি সেখানে তাকে দেখতে যান বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। সাংবাদিক নেতা ছাড়াও লাবলুর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন তার সহকর্মীরা।  

লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মামুন আল মাহাতাবের (স্বপ্নিল) তত্ত্বাবধানে হাসপাতালে সাংবাদিক লাবলুর চিকিৎসা চলছে।  

উন্নত চিকিৎসার জন্যে অচিরেই তাকে ভারতে নেওয়অ হবে বলে জানিয়েছে তার পারিবারিক সূত্র।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
এজেডএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।