ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

‘ঝুঁকিপূর্ণ’ মান নিয়ে বায়ুদূষণে ঢাকার অবস্থান শীর্ষে 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
‘ঝুঁকিপূর্ণ’ মান নিয়ে বায়ুদূষণে ঢাকার অবস্থান শীর্ষে 

ঢাকা: বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান শীর্ষে।  

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

 

ঢাকার মার্কিন দূতাবাস এলাকা (৩৩৪) ও মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় (৩০৮) বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে।

এছাড়া ঢাকার গুলশান লেক পার্ক (২৮০), সাভারের হেমায়েতপুর (২৭৮), কল্যাণপুর (২৬৩), পশ্চিম নাখালপাড়া সড়ক (২৫৬), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (২৫৪), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল (২৫১), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২৩৭), গোঁড়ান (২৩০) এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।  

আজ বিশ্বের শহরগুলোর তালিকায় আজ দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় (২৩৪) ও উজবেকিস্তানের তাসখন্ত (২০১)। শহর দুটির বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১শ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।  

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।