ঢাবি: সারা দেশে আইনশৃঙ্খলার ‘অবনতির প্রতিবাদ জানিয়ে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মিছিল করছেন শিক্ষার্থীরা। মিছিলে শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি তুলেছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১টা ১৫ মিনিটের দিকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ঢাবির বিজয় একাত্তর হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, সূর্যসেন হল, হাজী মুহম্মদ মুহসীন হল হয়ে রাজু ভাস্কর্যে পৌঁছায়।
তারা ‘জাহাঙ্গীরের পদত্যাগ, দফা এক দাবি এক’, ‘মা-বোনদের বিচার দে। নইলে গদি ছাইড়া দে'’, ‘সারা দেশে সন্ত্রাস কেন, প্রশাসন জবাব চাই’সহ নানা স্লোগান দেন।
মিছিলে ঢাবির বিভিন্ন হলের শিক্ষার্থীরা উপস্থিত রয়েছেন।
বাংলাদেশ সময়: ০১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
এসআরএস