শনিবার (১৮ নভেম্বর) বেলা ২টায় সরেজমিন দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, হাকিম চত্বর, কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বর, মল চত্বর, মুহসীন হল মাঠ, দোয়েল চত্বর, কার্জন হল এলাকা সর্বত্র স্বাধীনতার চেতনায় বিশ্বাসী মানুষদের ভিড়।
তবে টিএসসি এলাকার জনস্রোত দেখে মনে হচ্ছে যেন এটি আলাদা সমাবেশ।
সমাবেশে অংশ নেওয়ার সবার মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। অনেকে বাদ্যযন্ত্রের তালে নেচে গেয়ে যোগ দিচ্ছেন। অনেকের হাতে শোভা পাচ্ছে লাল সবুজের পতাকা। এছাড়া ৭ মার্চ নিয়ে বিভিন্ন ধরনের রঙ-বেরঙের ব্যানার পোস্টার প্রদর্শন করছেন অনেকে।
মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মামুনুর রশীদ শুভ্র বাংলানিউজকে বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল যুগান্তকারী। এ ভাষণের মাধ্যমে মুক্তিকামী বাঙালিরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এ ভাষণ ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি আমাদের জন্য গর্বের।
ময়মনসিংহ থেকে সমাবেশে যোগ দিতে এসেছেন আওয়ামী লীগকর্মী লতিফ মিয়া। তিনি বাংলানিউজকে বলেন, বঙ্গবন্ধু যদি ৭ মার্চ ওই ভাষণের মাধ্যমে দিকনির্দেশনা না দিতেন তাহলে বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যেতো।
আজ যেন আরেকটি ৭ মার্চ!
নাগরিক সমাবেশে যোগ দিতে ঢাবি এলাকায় জনস্রোত
নাগরিক সমাবেশে মানুষের ঢল, জয় বাংলা ধ্বনিতে মুখরিত
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
এসকেবি/জেডএস