ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‌ভোমরা বন্দ‌রে ১৫ স্ব‌র্ণের বারসহ ২ যাত্রী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
‌ভোমরা বন্দ‌রে ১৫ স্ব‌র্ণের বারসহ ২ যাত্রী আটক

সাতক্ষীরা: জুতার ভেতরে ক‌রে ভারতে সোনা পাচারকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থে‌কে দুই পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে কাস্টমস বিভাগ। এ সময় তা‌দের কাছ থে‌কে ১৫টি স্বর্ণের বার জব্দ করা হ‌য়ে‌ছে।

সোমবার (১ জানুয়া‌রি) দুপুরে তা‌দের আটক করা হয়। এরা হ‌লেন- নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার কেশরপাড়া গ্রা‌মের আবদুল বায়েজিদ (১৮) ও পডিপাড়া গ্রামের বাসিন্দা মো. আলামিন (৩১)।

ভোমরা ইমিগ্রেশন পু‌লি‌শের উপ প‌রিদর্শক শেখ জুয়েল বাংলা‌নিউজ‌কে জানান, তারা ভোমরা হয়ে ভারতে যাওয়ার জন্য কাস্টমস চেকপোস্টে আসেন। এ সময় সন্দেহ হলে তাদের দেহ তল্লাশি করে জুতার ভেতর থেকে ১৫টি স্ব‌র্ণের বার জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ০১ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।