ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে টেক্সটাইল কারখানায় আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
না’গঞ্জে টেক্সটাইল কারখানায় আগুন আগুন নেভাতে তৎপর ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

সোমবার (১ জানুয়ারি) রাত ৯টার দিকে ২ নম্বর ঢাকেশ্বরী এলাকার ইব্রাহীম টেক্সটাইলের ওই কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।  

মন্ডলপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফায়ারম্যান মাসুদ রানা বাংলানিউজকে বলেন, আমাদের দু’টি ইউনিট, হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এবং ইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিস কাজ করছে। প্রাথমিকভাবে জানা গেছে, কারখানার বয়লার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮/আপডেট ২২১২ ঘণ্টা
জিপি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।