ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঘন কুয়াশায় শাহজালালে প্লেন ওঠা-নামা বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
ঘন কুয়াশায় শাহজালালে প্লেন ওঠা-নামা বন্ধ কুয়াশার চাদরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ফাইল ফটো)

ঢাকা: ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ওঠা-নামা সাময়িকভাবে বন্ধ রয়েছে। 

শুক্রবার (০৫ জানুয়ারি) সকাল ৬টার পর থেকে এয়ারলাইন্স এয়ার এরাবিয়া, জেড এয়ারওয়েজ, এমিরেটসসহ নয়টি ফ্লাইট অবতরণ করতে না পেরে আকাশে চক্কর দিচ্ছে।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন বিমানবন্দরের দায়িত্বরত সিকিউরিটি অফিসার এএসপি (এপিবিএন) তারিক আহমেদ।

গত কয়েকদিন ধরেই কুয়াশার কারণে শাহজালাল বিমানবন্দরে প্লেন ওঠা-নামায় বিঘ্ন হচ্ছে। ফ্লাইট অবতরণ ও উড্ডয়নে বিলম্ব হওয়ার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।

সংশ্লিষ্টরা আশা করছেন, কুয়াশা কেটে গেলে ফের প্লেন চলাচল স্বাভাবিক হবে শাহজালাল বিমানবন্দরে।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
এসআইজে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।