ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাজারীবাগে মিলল যুবকের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
হাজারীবাগে মিলল যুবকের মরদেহ

ঢাকা: রাজধানীর হাজারীবাগের শিকারিটোলা এলাকার একটি বাসা থেকে তৌফিক হোসেন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য সেটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে সাড়ে ১২টায় হাজারীবাগ থানা পুলিশ তৌফিকের মরদেহ উদ্ধার করে।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ চৌধুরী সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, শিকারিটোলা ৯১/২ নম্বর বাড়ির তিনতলার একটি বাসা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। বাসার বারান্দায় পড়েছিল দেহটি। তৌফিকের গলায় ওড়নার এক অংশ পেঁচানো ছিল, বারান্দার হ্যাঙ্গারে বাধা ছিল অপর অংশটি। তৌফিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

তৌফিকের মেজ ভাই মো. তানভীর হোসেন জানান, হাজারীবাগে একটি জুতার কারখানায় কাজ করতেন তার ভাই। তাদের পরিবার হাজারীবাগ গজমহল এলাকায় বসবাস করে। বড় ভাই মুরাদের সঙ্গে শিকারিটোলার বাসায় বসবাস করতেন তৌফিক।

তিনি বলেন, শুক্রবার দুপুরে তৌফিককে বাসায় রেখে বাইরে চলে যান বড় ভাই মুরাদ। সন্ধ্যা পর্যন্ত তৌফিক ফোন ধরেনি। রাতে বাবা ওই বাসায় গিয়ে দেখেন, বারান্দায় পড়ে রয়েছে তৌফিক। তার গলায় ওড়নার একটি অংশ পেঁচানো, ওপরে হ্যাঙ্গারের সঙ্গে আরেক অংশ বাধা। সে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
এজেডএস/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।