ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা ২.৯

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৮
সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা ২.৯ কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ-ছবি-বাংলানিউজ

নীলফামারী: উত্তরের জনপদে তীব্র শৈত্যপ্রবাহ বইছে। সোমবার (৮ জানুয়ারি)  সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা  ২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পুরো জনপদ।  

তীব্র শীতে তিস্তা ও নদী অববাহিকার লোকজন শীতবস্ত্রের অভাবে দুর্ভোগে পড়েছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় সামান্য।

ফলে লোকজন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছে।

নীলফামারীর সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, সৈয়দপুরে তাপমাত্রা ২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।  ডিমলা উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।  

আগুন জ্বেলে শীত নিবারণ-ছবি-বাংলানিউজএছাড়া নীলফামারীর ডোমার, জলঢাকা, কিশোরগঞ্জ ও সদর উপজেলার মানুষও কনকনে ঠাণ্ডায় কাহিল হয়ে পড়েছেন। শৈত্যপ্রবাহের সঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বের হচ্ছেন না। ফলে শহরে লোকজনের চলাচল কমে গেছে। কনকনে ঠাণ্ডার কারণে বেশিরভাগ ব্যবসায়ীরা দোকানপাট খুলছেন না।

তীব্র শীতে কাহিল হয়ে পড়েছে গবাদি পশুও-ছবি-বাংলানিউজসন্ধ্যার পর চারিদিক কুয়াশায় ঢাকা পড়ছে। বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। ফলে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে। সড়কের বিভিন্ন মোড়ে জ্বালানো হয়েছে আগুনের কুণ্ডলি।  

শীতজনিত রোগে হাসপাতালে রোগীদের সংখ্যা বাড়ছে। বিশেষ করে বৃদ্ধ ও শিশুরা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।  

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা জানুয়ারি ০৮, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।