বুধবার (১৭ জানুয়ারি) সকালে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম।
তিনি জানান, জব্দকৃত সিগারেট মন্ড, ডানহিল ও ব্যানসন ব্র্যান্ডের।
সাইদুল জানান, আমদানি নীতি অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছাড়া বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) এড়াতে এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জব্দ করা সিগারেটের মূল্য শুল্ককরসহ প্রায় ১৯ লাখ আট হাজার টাকা।
এ ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
এসজে/এসআই