ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

রোজাদারের জন্য বিনামূল্যে ইফতার বুথ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, মার্চ ২, ২০২৫
রোজাদারের জন্য বিনামূল্যে ইফতার বুথ দুপুরে ফিতা কেটে ফেনী সদর হাসপাতাল গেট সংলগ্ন ইফতার বুথটি উদ্বোধন করেন ফেনী পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।

ফেনী: মুসলমানদের জন্য পবিত্র মাস, যা ইবাদত ও আত্মশুদ্ধির সময়। এ মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কঠোর নিয়ম মেনে রোজা পালন করা হয়।

প্রতিদিনের শেষে রোজাদাররা ইফতারি দিয়ে তাদের রোজা ভঙ্গ করেন। আর সমাজে অবহেলিত হতদরিদ্র কিছু ছিন্নমূল মানুষদের মাঝে এ ইফতারির জন্য হাহাকার দেখা যায়। তাদের কথা চিন্তা করে বন্ধু মহল ফেনী জেলার উদ্যোগে বিনামূল্যে ইফতারের বুথ চালু করা হয়েছে।

রোববার (২ মার্চ) দুপুরে ফিতা কেটে ফেনী সদর হাসপাতাল গেট সংলগ্ন ইফতার বুথটি স্থাপন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী, আরএমও ডা. আসিফ ইকবাল, সাংবাদিক আসাদুজ্জামান দারা, সমাজসেবক ইমন উল হক, সৌদি আরবস্থ প্রবাসী ফোরামের উপদেষ্টা আনোয়ার হোসেন রতন, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, বন্ধু মহল ফেনী জেলার উপদেষ্টা মীর হোসেন রাসেল, উপদেষ্টা মোহাম্মদ রফিকুল ইসলাম।  

পুরো রমজান মাসজুড়ে হাসপাতালে আসা রোগীর আত্মীয়-স্বজন ও পথচারী রোজাদারদের মাঝে ইফতারের প্যাকেট উপহার হিসেবে দেওয়া হবে।  

এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ জিয়া উল হক বলেন, রমজানে হাসপাতালে আসা রোগীর আত্মীয়-স্বজন ও পথচারীদের কথা চিন্তা করে হাসপাতাল গেট সংলগ্ন আমরা একটি ইফতার বুথ স্থাপন করেছি। যার মাধ্যমে ইফতার দেওয়া ও নেওয়ার ক্ষেত্রে কেউ কাউকে দেখবে না, সবাই নির্ভয়ে-নিঃসংকোচে আমাদের ইফতার বুথ থেকে ইফতার নিতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বন্ধু মহল ফেনী জেলার পরিচালক আব্দুর রহিম ফরহাদ, ফেনী জেলার সভাপতি মোজাম্মেল হক মিঠু, সাধারণ সম্পাদক রিয়াদ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সামী ইসলাম, দপ্তর সম্পাদক আরাফাত, ছাত্রীবিষয়ক সম্পাদক ইশরাত জাহান আরোহী, সদস্য সীমান্ত, আরাফাত, শাহাদাৎ, মতিন, সৈকত প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ০২, ২০২৫
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।